রাজশাহী বিভাগে জারি গানে সেরা বগুড়ার বীট মডেল স্কুল
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত জারি গান প্রতিযোগিতার ‘ক’ বিভাগে অংশ নিয়ে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে এই সাফল্য নিশ্চিত হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ের জারি গান প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে।
প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে বগুড়া জেলার প্রতিনিধিত্বকারী দল হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের জারি দল। তাদের পরিবেশনায় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের ইতিহাস ও চেতনা গভীরভাবে তুলে ধরা হয়। দলটির সাবলীল পরিবেশনা, ভাবগাম্ভীর্যপূর্ণ উপস্থাপনা ও শৈল্পিক উৎকর্ষ বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে।
এই গৌরবজনক অর্জনে জারি গানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,
“এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের প্রতিভা, অধ্যবসায় এবং সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতার প্রতিফলন। শিক্ষার্থীদের এ অর্জন প্রতিষ্ঠানটির সৃজনশীল ও সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় পর্যায়েও বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা একইভাবে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।
