বগুড়ার কাঁচ ব্যবসায়ী তপন সিংহের পরলোকগমন
বগুড়ার বিশিষ্ট কাঁচ (গ্লাস) ব্যবসায়ী রাজিব কাঁচ ঘরের স্বত্ত্বাধিকারী বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়ার কর্ণ প্রসাদ সিংহের ছোট (পঞ্চম) সন্তান ও চেলোপাড়া কালি মন্দির কমিটির সদস্য তপন কুমার সিংহ পরলোকগমন করেছেন। (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। জামা যায়, ১৫ জানুয়ারী দিবাগত রাত আড়াইটায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৬ জানুয়ারী দুপুরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার অকাল মৃত্যুতে কাঁচ ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ১ পরিমল চন্দ্র দাস, চেলোপাড়া কালি মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ রায়, নববৃন্দাবন হরিবাসর কমিটির সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক সমর দাস, বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, স্বর্গীয় তপনের ভাই রতন সিংহ প্রমুখ।
