গঙ্গাচড়ায় আখেরুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আখেরুল ইসলাম, বয়স পঁয়ত্রিশ বছর, হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার। শনিবার দুপুরে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ‘আখেরুল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
নিহতের স্ত্রী খাদিজা বেগম, বয়স বত্রিশ বছর, কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এখন তার সংসার কীভাবে চলবে—এই প্রশ্ন তুলে তিনি স্বামীর হত্যার বিচার দাবি করেন।
নিহতের মা আকলিমা বেগম, বয়স পঞ্চান্ন বছর, বলেন, তার ছেলের লাশ রাস্তায় পড়ে ছিল এবং মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। তার ভাষায়, এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। প্রশাসনের কাছে তার একটাই দাবি—খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহতের বাবা শামসুদ্দিন আহমেদ, বয়স সত্তর বছর, বলেন, বাড়ির পাশেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। অথচ এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানান তিনি।
নিহতের ছোট ভাই আক্তারুল ইসলাম, বয়স পঁচিশ বছর, অভিযোগ করে বলেন, মৃত্যুর আগে তার ভাইয়ের মোবাইলে সন্দেহজনক কল আসে। মোবাইল ফোনের সূত্র ধরেই তাকে বাইরে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা নিশ্চিত। তিনি প্রশ্ন তোলেন, হত্যাকারী শনাক্ত হওয়ার পরও কেন পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করছে না। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলো ভোট নিয়ে ব্যস্ত থাকলেও কোনো নেতা এখন পর্যন্ত তাদের পাশে দাঁড়াননি।
মানববন্ধনে নিহতের তিন সন্তান—প্রতিবন্ধী মেয়ে আঁখি মনি, বয়স সতেরো বছর, অনিক বাবু, বয়স সাত বছর এবং খালিদ হাসান, বয়স তিন বছর—বাবার হত্যার বিচার দাবিতে উপস্থিত হলে পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। আঁখি মনি বলেন, তিনি তার বাবার হত্যার বিচার চান।
মানবাধিকার কর্মী গোলাম রব্বানী রতন বলেন, এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড। তদন্তে কোনো ধরনের গাফিলতি হলে জনগণ তা মেনে নেবে না। দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানান তিনি।
গ্রামবাসীর পক্ষে শাহজালাল শ্রাবণ, মোহাইমিনুল ইসলাম আহাদ ও মাহফুজার রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। তারা তিন দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় বিচারের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত সোমবার রাতে গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়ার ডুব্বির পাড় এলাকার একটি নির্জন সড়ক থেকে আখেরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
