প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬ ০০:০৬
আসিফ সিরাজ রব্বানীর উদ্যোগে শেরপুরে কেরাত প্রতিযোগিতা
এনামুল হক, শেরপুর, বগুড়া থেকে
বগুড়ার ধুনট ও শেরপুর উপজেলায় কেরাত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আসিফ সিরাজ রব্বানীর একটি সামাজিক উদ্যোগের অংশ হিসেবে শেরপুরে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডোটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দুই উপজেলার ৮০টি মাদ্রাসা থেকে মোট ১৬০ জন কেরাত প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ড শেষে ১৪ জন প্রতিযোগী উত্তীর্ণ হন। পরবর্তী ধাপে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া–৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, কোরআন আল্লাহর বাণী এবং মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশিকা। কোরআনের শিক্ষা অনুসরণ করলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে এবং দুর্নীতি কমবে।
তিনি আরও বলেন, আলেম সমাজ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। হালাল উপার্জন ও মানুষের হক রক্ষার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক আসিফ সিরাজ রব্বানী। তিনি বলেন, কোরআনের তেলাওয়াত মানুষের হৃদয়কে নরম করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষা ও নৈতিকতার সঙ্গে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফ উদদৌলা মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাওসার আলী কলিংস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমান ও সদস্য সচিব শাহাদাত হোসেনসহ বিভিন্ন ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া জামিল মাদ্রাসার কারী মোশারফ হোসেন, রওহা মাদ্রাসার কারী ওমর ফারুক এবং শেরপুর আলিয়া মাদ্রাসার কারী সোহেল রানা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসমাইল হোসেন। দ্বিতীয় হন মো. আসিম এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. মোশাররফ হোসাইন।
প্রথম বিজয়ীকে ৩০ হাজার টাকা ও মেডেল, দ্বিতীয় বিজয়ীকে ২০ হাজার টাকা চেক ও মেডেল এবং তৃতীয় বিজয়ীকে ১০ হাজার টাকা চেক ও মেডেল প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার হিসেবে মেডেল প্রদান করা হয়।
