প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬ ০০:১০

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

হেলাল, বগুড়াঃ
বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
শনিবার বিকালে বগুড়া পৌরসভার নিশিন্দারা মধ্যপাড়ায় পৌরসভাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।- চাঁদনী বাজার

বগুড়া পৌরসভার নিশিন্দারা মধ্যপাড়ায় পৌরসভাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে নিশিন্দারা মধ্যপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ  মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী পুরষ অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন এই এলাকাবাসীর চলাচলের প্রধানতম রাস্তার প্রস্থ হলো ১০ ফিট, কিন্তু রুহুল আমিন, মইনুল ইসলাম রতন এবং শামীম মীর গংরা মুল রাস্তার গাইড ওয়াল ঘেষে ১০ তলা ফাউন্ডেশনের ভিত খুড়ছে, এতে করে রাস্তার অনেক অংশে ফাটল সহ আশে টপাশের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আমরা এই বিষয়ে পৌরসভাতে বারবার অভিযোগ ও এলাকাবাসীর প্রতিবাদ জানানো সত্ত্বেও একটি অদৃশ্য শক্তির ক্ষমতাবলে তারা জোড়পূর্বক কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহন করার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। কর্মসুচিতে উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান, লেমন, রেজা, শাওন,কোরবান আলী, মোস্তফা, বাপ্পি, লতিফ, নাজু, তানজিলা, লায়লা, মম, মায়া, আরজু, আজিজা, রিভা, নাজমা প্রমুখ সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপরে