প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ ১১:১৪

নন্দীগ্রাম ব্যবসায়ী সমিতির সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নন্দীগ্রাম ব্যবসায়ী সমিতির সুধী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নন্দীগ্রাম পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) নন্দীগ্রাম পুরাতন বাজারে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মো. মোশারফ হোসেন বলেন, ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।

তিনি বর্তমান প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা জরুরি। এ সময় তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সমাবেশে নন্দীগ্রাম পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, নন্দীগ্রাম পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপরে