২৪ জানুয়ারি বগুড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
আগামী ২৪ জানুয়ারি বগুড়ায় আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) সকালে জনসভা বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে বগুড়া জেলা ও শহর জামায়াতের যৌথ প্রস্তুতি সভা জেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
সভা সূত্রে জানা যায়, বগুড়ায় আসার পথে জামায়াতে ইসলামীর আমির শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় একটি পথসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এ বিষয়ে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক জানান, আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা আনুষ্ঠানিকভাবে সকাল ১০টায় শুরু হবে। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে নির্বাচনি সংগীত পরিবেশনের আয়োজন থাকবে।
অন্যদিকে, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান জানান, শহরের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে দুপুর ১২টার দিকে শেরপুর এলাকায় জামায়াতে ইসলামীর আমির আরেকটি পথসভায় অংশ নেবেন।
নেতারা আশা প্রকাশ করেন, বগুড়ার জনসভা জনসমাগমে সফল ও তাৎপর্যপূর্ণ হবে।
