পাবনার ২টি আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাবনার দুটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী। ফলে তারা আসন দুটিতে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তারা হলেন- পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) কেএম আনোয়ারুল ইসলাম। তিনি এই আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) জাকারিয়া পিন্টু। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
তবে মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাবনা-৪ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এইসব তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শুধু পাবনা-৪ আসনে সিরাজুল ইসলাম সরদার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আলী আজগর। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু, গণফোরামের সরদার আশা পারভেজ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ, জাতীয় পার্টির সাইফুল আজাদ মুল্লিক, নাগরিক ঐক্যের শাহনাজ হক এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সোহাগ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও পাবনা-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হোসাইন এবং এবি পার্টির আবদুল মজিদ মোল্লা দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাবনার এই তিনটি আসনে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাবনার ৫টি সংসদীয় আসনের মধ্যে পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে সীমানা জটিলতার কারণে পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী এই দুটি আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
