প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ০০:৫৫
বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকার করতেন, সন্ধ্যায় মিলল যুবকের লাশ
মান্দা নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিলের খালের পাড় থেকে এক পাখি শিকারি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে মান্দা থানা পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, মৃত যুবকের নাম রায়হান আলী (২২)। তিনি উপজেলার ভারশোঁ মৎস্যজীবীপাড়ার আবুল কালামের ছেলে। রায়হান আলী দীর্ঘদিন ধরে উথরাইল বিলে বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকার করতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানিয়েছেন, দিনের বেশির ভাগ সময়ই রায়হান আলী বিলে অবস্থান করতেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিলে মাছ ধরতে আসা মৎস্যজীবীরা খালের পাড়ে তার লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
