প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ০১:০২

সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে পল্টন বোমা হামলা দিবস পালিত

খবর বিজ্ঞপ্তিঃ
সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে পল্টন বোমা হামলা দিবস পালিত

২০ জানুয়ারি বিকেলে সাতমাথায় পল্টন বোমা হামলা ও হত্যাকাণ্ড দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি [সিপিবি] বগুড়া জেলা কমিটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুল ফরিদ, এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম।

সমাবেশে ২০০১ সালের ২০ জানুয়ারির পল্টন বোমা হামলায় নিহত শহিদ কমরেড আব্দুল মজিদ, কমরেড হিমাংশু মন্ডল, কমরেড মুক্তার, কমরেড বিপ্রদাশ ও কমরেড হাশেমের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এছাড়া হামলায় আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, চরম উগ্র সাম্প্রদায়িক ও জঙ্গিগোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে চেয়েছিল। তবে এই হামলা সিপিবির অগ্রযাত্রা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে থামাতে পারবে না।

সমাবেশে সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হাসান আলী শেখ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম, বাসদ বগুড়া জেলা কমিটির সদস্য সচিব ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট দিলরুবা নুরী, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দসহ শ্রমজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, সরকারের চার্জশিট ও দীর্ঘসূত্রিতার পর আসামীদের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা কার্যকর হয়নি। পল্টন বোমা হামলার ঘোষিত শাস্তি দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।

সমাবেশ শেষে এক লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপরে