প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ০১:০৬

উল্লাপাড়ায় দেশীয় ঐতিহ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
উল্লাপাড়ায় দেশীয় ঐতিহ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি আকবর আলী কলেজ প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) “এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙাই”—এই স্লোগানকে সামনে রেখে কলেজ মাঠে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। নান্দনিকভাবে সাজানো স্টলগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।উৎসবে সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ নুরুল আলমসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হাসানসহ শিক্ষার্থীরা স্টল পরিদর্শন করেন।
পিঠা উৎসবে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা আনন্দঘন পরিবেশে দেশীয় পিঠার স্বাদ উপভোগ করেন।এ সময় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে জানতে সহায়তা করে এবং পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তি দেয়।পিঠা উৎসবের আয়োজন সম্পর্কে অধ্যক্ষ নুরুল আলম বলেন, বর্তমান প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পিঠা প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন প্রফেসার মোহাম্মদ মনজুর মোরশেদ ভূঁইয়া, উপাধ্যক্ষ সরকারি আকবর আলী কলেজ; নীলুফা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং তানজিলা রহমান, সিনিয়র শিক্ষক (বাংলা), হামিদা পাইলট উচ্চ বিদ্যালয়। বিচার বিবেচনার মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সফল ও সুশৃঙ্খল আয়োজনে দিনব্যাপী এই পিঠা উৎসব এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
 
উপরে