গ্রিল কেটে, তালা ভেঙ্গে এসকেএস অফিসসহ ৩টি আবাসিক বাড়িতে চুরি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক দিনে বেসরকারি সংস্থা এসকেএস-এর কার্যালয়সহ তিনটি আবাসিক বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কম্পিউটার হার্ডডিস্কসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসকেএস গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার জানান, সোমবার রাতে অফিস বন্ধ করার পর সিসিটিভি ক্যামেরা অকেজো করে সংঘবদ্ধ চোরের দল অফিস ঘরের গ্রিল ও তালা ভেঙে প্রবেশ করে। লকার থেকে তারা নগদ প্রায় দেড় লাখ টাকা এবং অন্যান্য মালামাল ও সিসিটিভি হার্ডডিস্ক নিয়ে যায়।
একই দিন দুপুরে শহরের ঘোষপাড়ায় নায়েবের বাড়ীতে ৪ সদস্যের একটি চোর দল ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে। এছাড়া সকাল ৮টায় শহরের ঝিলপাড়ায় জনৈক আলিফের ভাড়াটে নুর আলম হুদার বাসায় চোরেরা সোনা চেইন ও সীতাহারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। নুর আলম হুদা নিজের আত্মীয়ের মৃত্যুর খবরে বাসায় অবস্থান করছিলেন; দুপুরে বাসায় এসে চুরির খবর পেয়ে হতবিহ্বল হন।
এ ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এবং পুলিশের তৎপরতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার মোঃ মোহাম্মেল হক জানান, ঘটনাগুলির বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশি তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে, তদন্ত চলছে।
