যৌতুকের দাবিতে স্ত্রীর মুখে বিষ খাওয়ানোর চেষ্টা: স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে স্বামীর যৌতুক দাবির অভিযোগে নিজের স্ত্রীর মুখে জোরপূর্বক বিষ খাওয়ানোর চেষ্টা চালানোর ঘটনায় স্বামী মেজাদুলসহ ৫ জনকে আসামী করে রংপুর জেলা নারী ও শিশু আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, বাদিনী রোকসানা ২২ ফেব্রুয়ারি ২০২৪ সালে মেজাদুলের সঙ্গে ইসলামী শরিয়তের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে রোকসানা জানতে পারেন, তার স্বামীর আগে থেকেই এক স্ত্রী আছে। এরপরও মেজাদুল তাকে তার বাবার বাড়ি থেকে ঘরে নিয়ে এসে প্রায় সময় ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করতেন। টাকা দিতে ব্যর্থ হলে তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
বাদিনীর অভিযোগ, ১ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বামী তাকে মারধর করে কোমরে জখম করেন। এরপর ৭ ডিসেম্বর ২০২৫ সকালে মেজাদুল ও তার পরিবারের অন্য চারজন—শাহানা, ইয়াকুব, ফরিদা বেগম ও মতিন—জোরপূর্বক রোকসানার মুখে বিষ খাওয়ানোর চেষ্টা চালান। ঘটনাস্থলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
রোকসানা আরও অভিযোগ করেছেন, তার স্বামী পরকীয়া ও অতিরিক্ত টাকার লোভের কারণে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
রংপুর জেলা নারী ও শিশু আদালত মামলাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তের জন্য রংপুরে পিবিআইকে দায়িত্ব দিয়েছে।
সদর থানার কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত আদালতের নির্দেশে পিবিআই-এর মাধ্যমে পরিচালনা করা হবে।
