প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ০১:৫০

গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ: মামলার ৩ নাম্বার আসামী মহিন ঢাকা থেকে গ্রেপ্তার

​ক্ষেতলাল, জয়পুরহাট সংবাদদাতাঃ
গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ: মামলার ৩ নাম্বার আসামী মহিন ঢাকা থেকে গ্রেপ্তার

​জয়পুরহাটের ক্ষেতলালে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় এজাহারভুক্ত তিন আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।

​গ্রেপ্তারকৃত মহিন ক্ষেতলাল পৌরসভার ভাসিলা মহল্লার আব্দুল মান্নানের ছেলে। এর আগে মামলার প্রধান আসামি ওই মহল্লার লালচানের ছেলে সুমন মিয়া ও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রবিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মনঝার বাজার এলাকার এক তরুণী [মক্ষিরানী] ও তার স্বামীকে ভাসিলা মহল্লার লালচানের ছেলে সুমন মিয়া কৌশলে কুমারগাড়ী নামক এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সুমন তার আরও চার-পাঁচজন সহযোগীকে ডেকে আনে। এরপর ওই তরুণী ও তার স্বামীর হাত-মুখ বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে তরুণীকে পালাক্রমে গণধর্ষণ করে বখাটেরা।

ঘটনার পরদিন ভুক্তভোগী তরুণী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে ক্ষেতলাল থানায় মামলা করেন। মামলার পর থেকেই পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে। গত ১২ জানুয়ারি প্রধান আসামি সুমন মিয়াকে বগুড়ার কাহালু থেকে গ্রেপ্তার করা হয়। সবশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ জানুয়ারি সোমবার রাতে ঢাকার উত্তরা এলাকায় আত্মগোপনে থাকা ৩ নম্বর আসামি মহিনকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানা পুলিশের একটি চৌকস টিম।

​ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ নম্বর আসামি মহিনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের পরিচয় নিশ্চিত করতে এবং প্রকৃত রহস্য উদঘাটনে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

উপরে