প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ০০:০০

ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না: ট্রাম্প

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না: ট্রাম্প

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্রিনল্যান্ড কেনা নিয়ে কথা বলবে, কারণ ডেনমার্ক এই দ্বীপ অঞ্চলটিকে রক্ষা করতে পারবে না।
সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের এটা পেতেই হবে। তাদের এটা করতে হবে। ডেনমার্ক, তারা চমৎকার লোকজন হলেও তারা এটি রক্ষা করতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমি [ডেনমার্কের] নেতাদের চিনি। তারা খুব ভালো মানুষ। কিন্তু তারা সেখানে [গ্রিনল্যান্ডে] যানও না।”
ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাজ্যসহ ইউরোপের যে আটটি নেটো মিত্র দেশ তার এই পরিকল্পনার বিরোধিতা করছে, ফেব্রুয়ারি থেকে তাদের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা জুন নাগাদ ২৫ শতাংশে উন্নীত হতে পারে।
ট্রাম্পের এই আচরণকে ইউরোপের অনেক নেতা ‘ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করেছেন। তবে ট্রাম্প বলছেন, তিনি শুল্ক আরোপের পদক্ষেপ ১০০ ভাগই বাস্তবায়ন করবেন।
ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। সম্পদসমৃদ্ধ এই দ্বীপটি ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
তিনি ডেনমার্কের কাছ থেকে এটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং এ প্রস্তাবে রাজি না হলে নেটোর সদস্য রাষ্ট্র হওয়ার পরও ডেনমার্কের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনার হুমকি দিয়েছেন।
ট্রাম্প শনিবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ের পণ্যে ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক আলোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড কেনা পর্যন্ত এ শুল্ক থাকবে বলেও তিনি জানান।
যে ৮ দেশের পণ্যের ওপর ট্রাম্প ফেব্রুয়ারি থেকে নতুন শুল্ক আরোপের কথা বলছেন, তারা আগে থেকেই ১০ থেকে ১৫ শতাংশ মার্কিন শুল্কের মধ্যে রয়েছে। ডেনমার্কের বিস্তৃত আর্কটিক দ্বীপটি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধের পর এই দেশগুলো গ্রিনল্যান্ডে সীমিত আকারে সেনাও পাঠিয়েছে।
রোববার নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় ট্রাম্প ডেনমার্কের মালিকানা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, “রাশিয়া বা চীনের হাত থেকে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না।”
তিনি বলেন, “গ্রিনল্যান্ডের ওপর তাদের [ডেনমার্ক] মালিকানার অধিকার কেন থাকবে? এ নিয়ে কোনও লিখিত দলিল নেই। কয়েক শ’ বছর আগে একটি নৌকা সেখানে ভিড়েছিল বলেই কি মালিকানা হয়ে যায়? আমাদের নৌকাও তো সেখানে ভিড়েছিল।”
তিনি আরও বলেন, নেটো প্রতিষ্ঠার পর থেকে তিনি এই জোটের জন্য অন্য যে কারও চেয়ে বেশি কাজ করেছেন এবং এখন নেটোর উচিত যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা।

 

উপরে