রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ তাঁর নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম মোছা. জোবায়দা ইসলাম ইতি। তিনি রাবি’র সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মৃত জাহিদুল হাসান।
সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, জোবায়দা তাঁর মায়ের সঙ্গে নিজেদের বাড়িতেই বসবাস করতো। শুক্রবার সন্ধ্যার দিকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহ এখন রামেক হাসপাতালের মর্গে রয়েছে। আমরা সমাজকর্ম পরিবার তার এই অকাল প্রয়াণে শোকাহত।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার উদ্দেশ্য গলায় ফাঁস দেন জোবায়দা। দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
