প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯ ১৭:৪৬

যে কারণে ঘরের মাঠে সিরিজ হারল ভারত

অনলাইন ডেস্ক
যে কারণে ঘরের মাঠে সিরিজ হারল ভারত

ঘরের মাঠে ০-২ তে এগিয়ে থেকেও সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারল স্বাগতিক ভারত। সিরিজের ৫ম ওয়ানডে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেও সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। এ নিয়ে ঘরের মাঠে ১০ বছরে যা প্রথম।

যদিও সিরিজ শুরুর আগে ফেভারিট ছিলেন স্বাগতিকরা। তবে কেন এ ভরাডুবি? এ প্রশ্নের উত্তর বিশ্লেষণের প্রয়াস চালানো হলো

এদিকে চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে এসেছে ভারত। তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জেতে কোহলি বাহিনী। সঙ্গত কারণে ঘরের মাঠে আত্মবিশ্বাসী ছিলেন তারা। সিরিজ হারের পর অস্ট্রেলিয়াকে ধুয়ে দেন ভারতীয় কিংবদন্তিরা।

 

খোদ সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ অজিদের প্রসব করা বাচ্চাদের সঙ্গে তুলনা করেন। জবাবে দেখিয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়া কিংবদন্তি ম্যাথু হেইডেন। স্বাভাবিকভাবেই জিততে মরিয়া ছিল অস্ট্রেলিয়া।

সিরিজে ভারতীয় ব্যাটিং অর্ডারে চার নম্বরে কেউ জ্বলে উঠতে পারেননি। ব্যর্থ হয়েছেন আম্বাতি রায়ডু ও রিশভ পন্ত। ব্যাটিং ইনিংসে এ জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। বিপর্যয় কাটিয়ে দলের হাল ধরা, লক্ষ্যে নিতে এ মিডল অর্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে এখানে মুখ থুবড়ে পড়েছে ভারত।

বল হাতে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল হয়েছেন সুপার ফ্লপ। তাদের লেগস্পিন, গুগলি, আর্ম বল কিছুই কাজে আসেনি। অতীতে বিদেশের মাটিতে পেস সহায়তা উইকেটেও ভালো পারফরম করেছেন তারা। সেখানে স্পিনবান্ধব ঘরের উইকেটে যাচ্ছেতাই অবস্থা। বিশ্লেষকরা বলছেন, ওদের বোলিং রহস্য ভেদ করে ফেলেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ার নাথান লায়ন ও অ্যাডাম জাম্পা ছিলেন দুর্দান্ত। দুজনের অফস্পিন-লেগস্পিন কম্বিনেশনে তালগোল পাকিয়ে ফেলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। অফ ব্রেক খেলার পর লেগ ব্রেকে ভুগেছেন। উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।

প্রায় প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলেছে ভারত। তবে ফিনিশিং টানতে পারেননি কেউ। দারুণভাবে একজন দক্ষ ফিনিশারের অভাববোধ করেছেন স্বাগতিকরা।

টুর্নামেন্টজুড়ে উসমান খাজার দানবীয় ব্যাটিং ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতকে। অস্ট্রেলিয়াকে সিরিজ জেতানোর নেপথ্য নায়ক তিনিই। পাশাপাশি টার্নারসহ তরুণরা দারুণ ব্যাটিং করেছেন। ডেথ কিংবা স্লগ ওভারে পেস তোপে ভারতীয়দের কাবু করেছেন প্যাট কামিন্স।

পক্ষান্তরে প্রত্যাশা পূরণ করতে পারেননি ভারতীয় পেস আক্রমণের দুই কর্ণধার জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। প্রথম দুই ম্যাচে কিছুটা ভালো করলেও শেষ দিকে তাদের সেভাবে খুঁজে পাওয়া যায়নি।

উপরে