প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯ ১৮:১১

ক্রিকেটারদের নিরাপত্তার কিছুই দেয়নি নিউজিল্যান্ড: পাপন

অনলাইন ডেস্ক
ক্রিকেটারদের নিরাপত্তার কিছুই দেয়নি নিউজিল্যান্ড: পাপন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ক্রাইস্টচার্চে সবাই নিরাপদে আছে। দ্রুততম সময়ে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনা হবে। 

শুক্রবার দুপুরে নিজ বাসায় ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি সভাপতি। 

এসময় তিনি আরো বলেন, এ মুহূর্তে নিউজিল্যান্ডে খেলার কোনো অবস্থাই নেই, তাই সিরিজ বাতিল করা হয়েছে। দুই টিম মিলে আলাপ করেই খেলাটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত ক্রিকেটারদের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

 

নাজমুল হাসান পাপন বলেন, বিদেশি ক্রিকেটার আমরা যেভাবে নিরাপত্তা তাদের দিয়ে থাকি, নিউজিল্যান্ড সেই নিরাপত্তার কিছুই দেয়নি। এটা সত্যি এবং এটা শুধু এখানে নয় যত দেশে আমরা খেলতে যাই কোথাও তেমন কোন নিরাপত্তা দিতে দেখিনি। প্রত্যেক দেশকেই এ ব্যাপারে সতর্ক হতে হবে এবং প্রত্যেকটা টিমকেও সতর্কও হতে হবে।

বিসিবি সভাপতি আরো বলেন, 'এ ঘটনার পরে এটা নিশ্চিত বাংলাদেশ দল যে দেশেই খেলতে যাক না কেন, আমাদের মিনিমাম নির্দেশনা থাকবে, নিরাপত্তা আমাদের সিওর থাকতে হবে। এটা যারা দিতে পারবে, তাদের দেশেই আমরা খেলতে যাব। 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু'টি মসজিদে হামলার ঘটনায় নিহত হয়েছেন ৪৯ জন। বন্দুকধারীর ওই হামলায় ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে তামিম ইকবালসহ সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা

উপরে