প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯ ১৫:৪৯

এবার কোচের দায়িত্বে ইউনুস খান

অনলাইন ডেস্ক
এবার কোচের দায়িত্বে ইউনুস খান

পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার ইউনুস খান। বাইশ গজের ক্রিজকে তিনি বিদায় জানিয়েছেন আগেই। আর এবার তিনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ হতে যাচ্ছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র বলেছেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে কতিপয় আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই পিসিবির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।’

এছাড়া জাতীয় জুনিয়র দল নির্বাচন কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক অধিনায়ক ইউনুস। 

 

সূত্রটি আরও বলেন, ‘ইউনুস খানকে জুনিয়র দলের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে পূর্ণ সক্ষমতা দেওয়া হবে। তাকে সহায়তা করবেন আরেক সাবেক টেস্ট খেলোয়াড় ম্যানেজার হিসেবে দায়িত্ব পেতে যাওয়া নাদিম খান।

উপরে