প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯ ১৯:১১

প্রথম ওভারেই শিকার ধরলেন সাকিব

অনলাইন ডেস্ক
প্রথম ওভারেই শিকার ধরলেন সাকিব

আইপিএলের দ্বাদশ আসরে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচেই দেখা গেল সাকিব আল হাসানের ভেলকি। সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে জ্বলে উঠেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। নিজের প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভারেই তুলে নিয়েছেন উইকেট। ওপেনিং জুটি ভেঙে হায়দরাবাদকে এনে দিয়েছেন দারুণ এক ব্রেক থ্রু।

টস হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। দুজনে মিলে গড়েন ১১৮ রানের জুটি। বেয়ারস্টো ৩৫ বলে ৩৯ রানে আউট হলে জুটির অবসান হয়। তবে দারুণ ব্যাটিং করছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ওয়ার্নার। একসময় মনে হচ্ছিল সেঞ্চুরিও পেয়ে যাবেন।তবে ৫৩ বলে ৯ চার ৩ ছক্কায় ৮৫ রানে থামেন তিনি।

এরপর বিজয় শংকরের ২৪ বলে অপরাজিত ৪০* রানে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮১ রান তোলে হায়দরাবাদ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়েছে কলকাতা। ভুবনেশ্বর কুমার আর সাকিব দুই প্রান্ত থেকে বোলিং শুরু করেন। নিজের প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ক্রিস লিনকে (৭) আরেক স্পিনার রশিদ খানের তালুবন্দি করেন সাকিব। ওই ওভারে তিনি রান দিয়েছেন ৬।

উপরে