আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মালিঙ্গা
অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার ছাড়পত্র পেয়েছেন শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে আর কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বিশ্বকাপ ভাবনায় থাকা ক্রিকেটারদের বাধ্যতামূলক ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে আদেশ দিয়েছে এসএলসি। তবে নিয়ম শিথিল করে অবশেষে ২০১৯ সালের আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে বাকি ম্যাচগুলো খেলার অনুমতি দিয়েছে লঙ্কান বোর্ড।
৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া সুপার প্রভিন্সিয়াল ওয়ানডে প্রতিযোগিতা। আর এখানে খেলতেই এক প্রকার বাধ্য করা হয়েছে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের। তবে মঙ্গলবার (২৬ মার্চ) এক বিবৃতিতে এসএলসি মালিঙ্গার আইপিএল অংশগ্রহণের বিষয় নিশ্চিত করে।
ঘরোয়া লিগের আগেই শুরু হবে জাতীয় দলের অনুশীলন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই অধিনায়ক মালিঙ্গার যোগ দেওয়ার কথা ছিল দলের সঙ্গে। তবে ঘরোয়া ক্রিকেট থেকেও আইপিলে ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানদের বিপক্ষে খেলা যাবে এই ভাবনাই মালিঙ্গাকে আইপিএলের অনুমতি দেওয়ার পেছনে কাজ করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘লাসিথ মালিঙ্গাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কঠিন প্রতিপক্ষদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে আইপিএলে, যেখানে বড় মাপের আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলে থাকেন।