অশ্বিনের আচরণ কলঙ্কজনক: ওয়ার্ন
আইপিএলের চলতি আসরে গত সোমবার রাজস্থানের জস বাটলারের মাকড়ীয় আউট নিয়ে এখন দুই ভাগে বিভক্ত ক্রিকেট বিশ্ব। ক্রিকেটিয় নিয়ম নাকি স্পিরিট অব ক্রিকেট, কোনটা মেনে চলা উচিৎ তা নিয়ে বিতর্ক তুঙ্গে।
এ নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন অস্ট্রেলীয় স্পিন কিংবদন্তি এবং রাজস্থান রয়্যালসের উপদেষ্টা শেন ওয়ার্ন। টুইটারে তোপ দেগে তিনি বলেছেন, ‘‘অশ্বিন যে ঘটনা ঘটিয়েছে, তা কলঙ্কজনক এবং খেলোয়াড়ি মনোভাব বিরোধী।’’
সোমবার রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচে দুরন্ত ছন্দে থাকা জস বাটলারকে মাকড়ীয় ভঙ্গিতে আউট করে দেন অশ্বিন। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো বাটলার কিছুটা এগিয়ে গিয়েছিলেন ক্রিজ থেকে। সেই সুযোগ নিয়ে তাকে রান আউট করে দেন অশ্বিন। এই ধরনের আউটকে মাকড়ীয় বলা হয় কারণ, ভারতের প্রয়াত অলরাউন্ডার বিনু মাকড় ১৯৪৭ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথম এভাবে হাত ঘুরিয়ে নন-স্ট্রাইকারকে আউট করেছিলেন।
এ দিন ওয়ার্ন অবশ্য টুইটারে ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘‘অধিনায়ক এবং মানুষ অশ্বিনকে নিয়ে আমি হতাশ। আইপিএলের প্রত্যেক অধিনায়ক খেলোয়াড়ি মনোভাব দেখাবে বলে সই করে। অশ্বিন বলটা করছিলই না। তাই এটাকে ডেড বল দেওয়া উচিত ছিল।’’
ওয়ার্ন ভারতীয় বোর্ডের কাছেও আর্জি জানান যে, তারা এই ঘটনা খতিয়ে দেখুক। মন্তব্য করেন, ‘‘এমন দৃশ্য আইপিএলের জন্য অবশ্যই ভাল নয়। অশ্বিনের আচরণ কলঙ্কজনক এবং আশা করব, ভারতীয় বোর্ড এমন আচরণ সমর্থন করবে না।’’