পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
এ যেন উড়ে গেল পাকিস্তান। অস্ট্রেলিয়া জিতে নিল সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতেই অস্ট্রেলিয়া জিতে নিয়েছে সিরিজ। তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে তারা ৮০ রানে।
আবুধাবিতে বুধবার ৫০ ওভারে ২৬৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তান ৩২ বল আগে গুটিয়ে যায় ১৮৬ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজাকে ম্যাচের প্রথম ওভারেই বোল্ড করে দেন বাঁহাতি পেসার উসমান শিনওয়ারি। আরেক বাঁহাতি পেসার জুনাইদ খানের শিকার তিনে নামা শন মার্শ। ২০ রানে অস্ট্রেলিয়া হারায় ২ উইকেট। এরপর পিটার হ্যান্ডসকমকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন ফিঞ্চ।
ম্যাক্সওয়েল উইকেটে যাওয়ার পর নতুন গতি পায় ইনিংস। আগের দুই ম্যাচে সেঞ্চুরিয়ান ফিঞ্চ এগিয়ে যাচ্ছিলেন হ্যাটট্রিক সেঞ্চুরির পথে। ৪২ তবে ওভারে ইয়াসির শাহকে ছক্কা মারতে গিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক আউট হন ১৩৬ বলে ৯০ রান করে।
ম্যাক্সওয়েলের দারুণ সব শটে দল তুলে ফেলে আরও বেশি রান। এই ব্যাটসম্যান খেলেন ৫৫ বলে ৭১ রানের ইনিংস। শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৯০ রান।
৭ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৩ উইকেটে ১৬। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি তারা। এক পাশে লড়াই করতে থাকা ইমাম-উল-হককে ৪৬ রানে ফিরিয়ে দেন ম্যাক্সওয়েল। ৮ রানের মধ্যে শেষ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ শেষ করে দেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৬/৬ (খাওয়াজা ০, ফিঞ্চ ৯০, মার্শ ১৪, হ্যান্ডসকম ৪৭, স্টয়নিস ১০, ম্যাক্সওয়েল ৭১, কেয়ারি ২৫*, কামিন্স ২*; উসমান ১/৩৭, হাসনাইন ০/৫০, জুনাইদ ১/৫৮, ইয়াসির ১/৪৭, ইমাদ ১/৩৪, হারিস ১/৩৫)।
পাকিস্তান: ৪৪.৪ ওভারে ১৮৬ (ইমাম ৪৬, মাসুদ ২, হারিস ১, রিজওয়ান ০, মালিক ৩২, আকমল ৩৬, ইমাদ ৪৩, ইয়াসির ১০*, উসমান ০, জুনাইদ ৫, হাসনাইন ০; কামিন্স ৩/২৪, বেহরেনডর্ফ ১/২৯, স্টয়নিস ০/২১, লায়ন ১/৪১, ম্যাক্সওয়েল ১/২১, জ্যাম্পা ৪/৪৩)।
ম্যান অব দা ম্যাচ: প্যাট কামিন্স
ফল: অস্ট্রেলিয়া ৮০ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০তে এগিয়ে