ধোনির ক্ষুরধার নেতৃত্বেই অপ্রতিরোধ্য চেন্নাই
মহেন্দ্র সিং ধোনির দল বলে কথা। গতবার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই শিরোপা জিতেছে। চলতি দ্বাদশ আসরে দুর্দান্ত খেলছে। চেন্নাই সুপার কিংসের এই সাফল্যের রহস্য এবার মিডিয়ার কাছে প্রকাশ করলেন সুরেশ রায়না এবং ডোয়াইন ব্র্যাভো। তারা বলেছেন, আগে পরিকল্পনা করে মাঠে নামার চেয়ে মাঠে নেমে পরিস্থিতি অনুযায়ী নকশা তৈরিতেই বেশি আগ্রহী ধোনি। তার উপস্থিত সিদ্ধান্ত নেওয়ার এই অসাধারণ ক্ষমতাই চেন্নাইয়ের সাফল্যের রহস্য।
ব্র্যাভো বলেন, 'আমরা টিম মিটিং করি না। মাঠে নামি আর পরিস্থিতি অনুযায়ী খেলি। পরিস্থিতির সঙ্গে নিজেদের দ্রুত মানিয়ে নিই। এখানেই দলের ক্রিকেটারদের অভিজ্ঞতা দারুণ ভাবে কাজে লাগে। আমাদের নেতৃত্ব দেয় বিশ্বের সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। যে আমাদের মনে করায়, সবচেয়ে দ্রুতগতির দল হতে না পারলেও আমরা কিন্তু সবচেয়ে স্মার্ট দল হতেই পারি।'
রায়নাও তাদের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ। ধোনি যে আগাম পরিকল্পনার চেয়ে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল রচনায় বিশ্বাসী, তিনিও তা জানিয়ে বলেন, 'প্রত্যেক অধিনায়ক তাদের নিজস্ব দক্ষতার মাধ্যমে দল পরিচালনা করে। তবে ধোনি যে দক্ষতায় নেতৃত্ব দেয়, বেশির ভাগ ম্যাচেই তা দলকে জয়ের দিকে নিয়ে যায়।'
চেন্নাই সুপার কিংসের সাফল্যের রহস্য কি তাহলে এটাই? ক্যারিবিয়ান অল-রাউন্ডারের মতে, 'বিশ্বের যেকোনো খেলায় অভিজ্ঞতার বিকল্প নেই। নিজেদের দুর্বলতা আমরা জানি। সেটা বুঝেই আমরা স্মার্ট ক্রিকেট খেলি আর ধোনিই আমাদের সেটা করতে সাহায্য করে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ধোনি আমাদের পরামর্শ দেয়। দলের সবাই তার নির্দেশনা ফলো করে চলে।'