প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯ ১৯:৩৫

মাশরাফির বল নয়, যেন আগুনের গোলা!

অনলাইন ডেস্ক
মাশরাফির বল নয়, যেন আগুনের গোলা!

বয়সটা ৩৫ পার হয়ে গেছে। এই বয়সের আগেই কত ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু মাশরাফি বিন মুর্তজা যেন সেই তরুণই রয়ে গেছেন। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আজকের আগের সর্বশেষ তিন ম্যাচে কোনো উইকেট পাননি আবাহনীর হয়ে খেলা এই তারকা। আজ গাজী গ্রুপের বিপক্ষে যেন সব শোধ তুলে নিলেন! ৪৬ রানে ৬ উইকেট নিয়ে আবাহনীকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার উঁচিয়ে ধরলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৬৬ রান এনে দেন জহুরুল ও সৌম্য সরকার। ১২৪ বলে সেঞ্চুরি পূরণ করেন জহুরুল। আউট হওয়ার সময় তার নামের পাশে ১৩৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় গড়া ১৩০ রানের ইনিংস; যা লিস্ট 'এ' ক্রিকেটে তার ব্যক্তিগত সর্বোচ্চ। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের সঙ্গে জুটি বেঁধে দুজন উইকেটে কাটিয়েছেন ৪৯তম ওভার পর্যন্ত। জুটিতে এসেছে ১৪৫ রান। মোসাদ্দেকের ৭১ রানে শেষ পর্যন্ত আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৮৬ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমেই মাশরাফির বোলিং তোপের মুখে পড়ে গাজী গ্রুপ। শুরু, মাঝে ও শেষে, তিন স্পেলে দুটি করে উইকেট নিয়ে মাশরাফি শেষ করে দিয়েছেন গাজী গ্রুপের আশা। প্রথম ওভারেই তার শিকার রনি তালুকদার (০)। দলের হাল ধরেন ইমরুল। তবে মাইশুকুরকে থামিয়ে ৫৩ রানের জুটি ভাঙেন ম্যাশ। ১১৮ বলে ১২৬ রানের দারুণ ইনিংস খেলা ইমরুল কায়েসও হন মাশরাফির শিকার। দেশসেরা এই পেসারের তোপে শেষ পর্যন্ত ২৯ রানে ম্যাচ হারে গাজী।

সাত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের এটি ষষ্ঠ জয়। লিস্ট 'এ' ক্রিকেটে এই নিয়ে ৬ বার ৫ বা ততোধিক উইকেট নিলেন মাশরাফি। এর ৪ বারই নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের কোনো বোলার এতবার ৬ উইকেট নিতে পারেননি। বিশ্বকাপের আগে বেশ ভালো ছন্দেই দেখা দিলেন টাইগার ক্যাপ্টেন।

উপরে