দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ফরহাদ রেজা
জাতীয় দলে বহুদিন ধরে সুযোগ নেই; তবে ঘরোয়া ক্রিকেটে বেশ ভালোই অল-রাউন্ড পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছেন ফরাহাদ রেজা। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে টর্নেডো ব্যাটিংয়ে গড়েছেন লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। আজকের ম্যাচে মাত্র ১৮ বলে ফিফটি করেছেন ফরহাদ।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৬ ওভারে। ১৮ ওভার শেষে ফরহাদ উইকেটে যান। সৈয়দ খালেদ আহমদকে তুলোধুনা করে শুরু হয় তার ঝড়। ব্যক্তিগত ৩৪ রানে বাঁহাতি পেসার সালাউদ্দিন সাকিলের বলে জীবন পান। ৩৮ রান থেকে তাইজুল ইসলামকে বিশাল দুটি ছক্কায় ফরহাদ ফিফটি স্পর্শ করে রেকর্ড বইয়ে নাম লেখান। ২০ বলে ৩ চার ৬ ছক্কায় ৫৬ রান করে ছক্কা মারতে গিয়েই শেষ পর্যন্ত আউট হয়েছেন এই অভিজ্ঞ অল-রাউন্ডার।
এর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল নাজমুল হোসেন মিলনের। একসময় 'ছক্কা মিলন' নামে পরিচিতি পাওয়া এই ব্যাটসম্যান ২০০৭ সালে জাতীয় লিগের একদিনের ম্যাচের সংস্করণে ঢাকা বিভাগের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে ১৯ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। মজার ব্যাপার হলো, ১২ বছর আগের সেই ম্যাচে মিলন ২০ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন! ইতিহাস মাঝেমধ্যেই পুনরাবৃত্তি করতে পছন্দ করে; তাই না?