এই বাঙালি কিশোরের আইপিএল শুরু হলো রেকর্ড দিয়ে
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে নেমেছেন তিনি। এর আগেই অবশ্য সুনীল গাভাস্কার থেকে কেভিন পিটারসেন- সকলে আলোচনা করছিলেন তাকে নিয়ে। ওপার বাংলার উদীয়মান লেগ স্পিনার প্রয়াস রায় বর্মণ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে যোগদানের রেকর্ড গড়লেন। ১৬ বছর ১৫৭ দিন বয়সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে গতকাল মাঠে নেমেছিলে তিনি। গত বছর ১৭ বছর ১১ দিন বয়সে পাঞ্জাবের জার্সিতে অভিষেক হয় আফগান স্পিনার মুজিব-উর-রহমানের।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অভিষেক ম্যাচের শুরুটা কিন্তু দারুণ করেছিলেন প্রয়াস। সানরাইজার্সের দুই ওপেনার তখন ঝড় তুলেছেন। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই কনিষ্ঠতম সদস্যকে আক্রমণে নিয়ে আসেন কোহালি। সঙ্গে সঙ্গে ধারাভাষ্য দিতে গিয়ে গাভাস্কার বলেন, 'একদম সঠিক কাজ করেছে অধিনায়ক কোহালি। পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ায় ফিল্ডিংটা ছড়িয়ে দেওয়া যাবে।'
প্রথম ওভারটা দারুণ বল করে মাত্র ৬ রান দিয়েছিলেন প্রয়াস। তা দেখে আরও উচ্ছ্বসিত হলেন গাভাস্কার। ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান পিটারসেন বার বার বলছিলেন, 'মাত্র ১৬ বছর বয়স ছেলেটার! এমন একটা হাইভোল্টেজ ম্যাচে খেলছে। আমি তো ভাবতেই পারছি না।' ব্যাঙ্গালুরু কোচ গ্যারি কারস্টেন বললেন, 'শেষ মুহূর্তে আমরা ঠিক করি, ওকে খেলাব। প্রথম ম্যাচেই এমন ধুন্ধুমার ব্যাটিংয়ের সামনে পড়লে আর কী করা যাবে!'
ওয়ার্নার ও বেয়ারস্টো অবশ্য এর পরে বাকিদের মতো প্রয়াসকেও মারতে শুরু করেন। শুরুটা ভালো হলেও তাই শেষটা ঠিক হলো না প্রয়াসের। নিলামে দেড় কোটি রুপি দাম ওঠা লেগস্পিনার ৪ ওভারে দিয়েছেন ৫৬ রান। আইপিএলে খেলতে যাওয়ার আগে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছে প্রয়াস। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও ভালোই জানে সে। সুতরাং, অদূর ভবিষ্যতে ভারতের জাতীয় দলেও হয়তো দেখা যেতে পারে এই বাঙালি কিশোরকে।