গর্ডন গ্রিনিজ আবারও আসছেন বাংলাদেশে
বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অসামান্য। ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী কোচ তিনি। যে টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই গর্ডন গ্রিনিজ আবারও আসছেন বাংলাদেশে। তবে কোচিং করাতে নয়; সাবেক এই ক্যারিবিয়ান তারকা আসছেন বঙ্গবন্ধু গোল্ডকাপ ওপেন টুর্নামেন্ট উপলক্ষে।
দুদিন আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ওপেনের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। টুর্নামেন্টে উদ্বোধন করতে আগামী ৪ তারিখ বেলা ১১টায় ঢাকায় আসবেন গ্রিনিজ। ৩-৬ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। দেশের মাটিতে এটি পঞ্চম এশিয়ান ট্যুর।
এর আগে গত বছরের মে মাসে বাংলাদেশে এসেছিলেন গ্রিনিজ। ১৪ মে হোটেল সোনারগাঁয়ে বিসিবির পক্ষ থেকে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে গ্রিনিজের সঙ্গে ছিলেন ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ী পুরো দল। এবার ক্রিকেটীয় কোনো ব্যাপার না হলেও গ্রিনিজ তার পুরনো বন্ধুদের জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই।