প্রকাশিত : ৫ এপ্রিল, ২০১৯ ১৮:১৮

দিল্লিকে হারিয়ে পয়েন্টের শীর্ষস্থানে হায়দরাবাদ

অনলাইন ডেস্ক
দিল্লিকে হারিয়ে পয়েন্টের শীর্ষস্থানে হায়দরাবাদ

দিল্লির ছুঁড়ে দেওয়া ১৩০ রানের টার্গেটের সামনে ৯ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। লো-স্কোরিং ম্যাচ জিততে ভুবনেশ্বরদের অবশ্য ঘাম ঝরাতে হল।

ওয়ার্নারকে ১০ রানে ফিরিয়ে কোটলার দিল্লির হয়ে লড়াইয়ের একটা ইঙ্গিত দিয়েছিলেন কাসিগো রাবাদা। শেষ পর্যন্ত অবশ্য অল্প রানের পুঁজি নিয়ে হার বাঁচাতে পারল না দিল্লি ক্যাপিটালস। কোটলায় দিল্লিকে হারিয়ে টানা তিন ম্যাচ জিতে নিল সানরাইজার্স।

সেই সঙ্গে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠে এল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। চার ম্যাচ শেষে তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রাশিদ-ওয়ার্নাররা।

 

১৩০ রান তাডা় করতে নেমে এদিন সানরাইজার্সের হয়ে জয়ের ভিত গড়ে দেন জনি বেয়ারস্টো। ওপেনিংয়ে নেমে ২৮ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন ডানহাতি বেয়ারস্টো। ৯টি চার ও ১টি ছয়ে ইনিংস সাজান তিনি। ম্যাচের সেরা হয়েছেন বেয়ারস্টো।

ওপেনিংয়ে নেমে ওয়ার্নার-বেয়ারস্টো জুটি ৬৪ রানের মজবুত পার্টনারশিপ গড়েন। ইনিংসের দ্বিতীয় ওভারে অবশ্য নিজের বোলিং স্পেলেই বেয়ারস্টোর ক্যাচ ফেলেছিলেন অক্ষর প্যাটেল। সানরাইজার্স'র এই ওপেনার তখন ৫ রানে ক্রিজে ছিলেন।

বেয়ারস্টো আউট হলে হারিকিরি করতে গিয়ে ওয়ার্নার, বিজয় শংকর ও মণীশ পাণ্ডেরা দ্রুত উইকেট দিয়ে বসেন। শেষ পর্যন্ত অবশ্য কোনও অঘটন ঘটেনি। প্রত্যাশামতই ম্যাচ জিতে মাঠ ছাড়ে সানরাইজার্স। অলরাউন্ডার নবির ব্যাটে (১৭রান) উনিশতম ওভারে ম্যাচ জিতে নেয় সান্রাউজার্স। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে এদিন দিল্লির ঋষভ পন্ত ও শিখর ধাওয়ানের উইকেট তুলে নেন নবি।

টস জিতে এদিন হোম টিম দিল্লিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে পন্তদের ১২৯ রানে বেঁধে রাখে সানরাইজার্স। হায়দরাবাদের হয়ে নবি, ভুবনেশ্বর, সিদ্ধার্থ কউলরা দুটি করে উইকেট তুলে নিয়ে দিল্লির ব্যাটিংয়ে কম্পন ধরান। ব্যাটিং ব্যর্থতার কারণে তিন দিনের ব্যবধানে টানা দুই ম্যাচ হেরে বসল দিল্লি। ডাগআউটে সৌরভ গাঙ্গুলির মতো মেন্টর,  রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি কোচ থাকা সত্ত্বেও শ্রেয়সদের দলের বাজে পারফর্ম্যান্স ও ধারাবাহিকতার অভাব নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে।

উপরে