দিনাজপুরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ উদ্বোধন
দিনাজপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে। এবার এই লিগে দুটি গ্রুপে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।
রবিবার সকাল ৯ টায় দিনাজপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০১৯’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।
উদ্বোধনী খেলায় অংশ নেয় রেনেসা ক্লাব বনাম প্রযুক্তি অটো।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সদস্য সচিব মো. আনোয়ারুল ইসলাম সুমী জানান, এই লিগে ক ও খ গ্রুপে ১০ দল অংশগ্রহণ করছে।
‘ক’ গ্রুপে রয়েছে ক্ষেত্রীপাড়া রেনেসা ক্লাব, দিনাজপুর বিকেএসপি, ঈদগাহ স্পোর্টিং ক্লাব, বালুবাড়ী প্রযুক্তি অটো ও বালুবাড়ীস্থ দিনাজপুর ক্রিকেট একাডেমি।
আর খ গ্রুপে রয়েছে প্রচেষ্টা ক্রীড়া চক্র, বালুবাড়ী বিসিসি, মিশন রোড স্পোর্টিং ক্লাব, বাহাদুর বাজার বাপ্পি একাদশ ও এবিসি স্পোর্টস কোচিং সেন্টার।
উদ্বোধনকালে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমানে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি ইলিয়াস আলী খান এডিন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০১৯’ এর উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধন শেষে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী সভায় দিনাজপুর খেলাধুলায় এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে একথা উল্লেখ্য করে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, শুধু ক্রিকেটে নয় দিনাজপুর জেলা সকল খেলার একটি উর্বর ভূমি। এখানে সব ধরনের খেলাধুলার চর্চা হয়।