প্রকাশিত : ৭ এপ্রিল, ২০১৯ ১৬:৪৪
বিশ্বকাপে 'কোটা পলিসি' নয়, দলে সেরাদের চায় দক্ষিণ আফ্রিকা
অনলাইন ডেস্ক
ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য আগামী ১৮ই এপ্রিল ১৫ সদস্যের দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা। এবার দক্ষিণ আফ্রিকা দলে কোনো ‘কোটা পলিসি’ থাকবে না বলে জানিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী থাবাং মোরো।
বিশ্বকাপ জয়ের জন্য আমরা সেরা ১৫ জনকে চাই জানিয়ে তিনি জানান, এবার কোচ ওটিস গিবসন ও নির্বাচকদের কনভেনর লিন্ডা জন্ডি নিজেদের মধ্যে আলোচনা করে দল সাজাতে পারবেন। কোটা পদ্ধতিতে প্রতি মৌসুমে সব ফরম্যাটের জন্য সর্বোচ্চ ৫ জন শেতাঙ্গ খেলোয়াড়কে দলে নিতে পারে দক্ষিণ আফ্রিকা। বাকি ৬ জন থাকেন অন্য বর্ণের। তিনি বলেন, এবার নিদিষ্ট কোনো এজেন্ডা (কোটা পদ্ধতি) বাস্তবায়ন করে কোনো দল নির্বাচন চাই না আমি।