সাকিবকে চিঠি পাঠানোর বিষয়ে যা বললেন পাপন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তবে প্রথম ম্যাচের পর দলের একাদশে আর জায়গা পাননি। এদিকে, মঙ্গলবার ঘোষণা দেয়া হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের বিষয়ে। ২২ এপ্রিল থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
এরই মধ্যে খবর প্রকাশিত হয়েছে, সাকিবকে দেশে ফিরতে চিঠি দিয়েছে বিসিবি। ক্যাম্প শুরুর ব্যাপার জানিয়ে সাকিবকে একটা চিঠি দেয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ বিসয়ে তিনি বলেন, আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে, এখনই চিঠিটা দিয়ে দিতে যে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। ওকে এসে যোগ দেয়ার জন্য। তারপর দেখা যাক ও কী সাড়া দেয়... আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, আমাদের সাথে এ ছাড়া আর কোনো আলাপ আমি জানি না যে, ক্যাম্প শুরু হলে ও আসবে না বা কী করবে এটা নিয়ে। যেহেতু আমার সাথে কেউ কখনো আলাপ করেনি। আমার যেটা মনে হয়েছে যে, ক্যাম্প শুরু হচ্ছে, বিষয়টা তাকে (সাকিব) চিঠি দিয়ে জানানো দরকার। কত তারিখ থেকে শুরু হচ্ছে... যাতে করে সে যোগ দিতে পারে।