নিজেকে বদলে ফেলেছেন সৌম্য
তাকে ছাড়া বিশ্বকাপ দল তৈরি প্রায় অসম্ভব ছিল। কারণ বিশ্বের যে কোনো বোলারকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। যেটা নেই, সেটা হলো ধারাবাহিকতা। এদিকে বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ঘরোয়া লিগে রান করতে পারছিলেন না। সমালোচকরা তো মহানন্দে ছিলেন। তবে গতকাল রবিবার ঢাকা প্রিমিয়ার লিগে বিধ্বংসী সেঞ্চুরি করে সবকিছুর জবাব দিয়ে দিলেন সৌম্য সরকার। প্রমাণ করে দিলেন, তিনি সেই আগের সৌম্যই আছেন। দরকার শুধু ধারাবাহিকতা।
রবিবার তিনি খেলেছেন ২ ছক্কা ও ১৫ চারে ৭৯ বলে ১০৬ রানের ইনিংস। ১৫টি চারের পাশে আছে দুটি ছক্কা। কিন্তু গত ম্যাচেই 'ডাক' মেরেছিলেন তিনি। গতকালের আগের ১১ ম্যাচে করেছিলেন মাত্র ১৯৭ রান। তাহলে কীভাবে এমন বদলে গেলেন সৌম্য। খেলার স্টাইল বদলেছেন নাকি অন্যকিছু? গণমাধ্যমের কাছে সৌম্য বলেছেন, তিনি ক্রিকেটীয় কোনো বিষয় নয়, বরং নিজেকে পাল্টে ফেলেছেন। যেমন বাজে শটে আউট হলে নিজেই নিজের কাছে কৈফিয়ত চাওয়া। ভুলগুলো নিয়ে ভাবা এবং তা শোধরানোর চেষ্টা করা। এই কাজটাই এখন করে যাচ্ছেন সৌম্য।
সাংবাদিকদের এই বিধ্বংসী ওপেনার বলেন, 'নিজের কাছে খারাপ লাগা ছিল। রান করতে পারছিলাম না। কিছুদিন আগে জাতীয় দলে রান করে আসছি। একটু চাপও কাজ করছিল, কেন কী ভুল করছি। এগুলো নিয়ে নিজের ভেতরে অনেক প্রশ্ন ছিল। দক্ষতার পাশাপাশি কেন এমন হচ্ছে দেখছি। একদিনে তো আর কেনোর উত্তর পাওয়া যাবে না। আউটগুলো নিয়ে বাসায় গিয়ে চিন্তা করা, আমি ভিন্ন কিছু করতে পারতাম কি না। আগের যে ভিডিওগুলো ছিল, তা দেখেছি। এ বলগুলোয় আমি ওখানে কি খেলেছি, এখানে কি খেলছি। এগুলো নিয়েই আর কি নিজের চিন্তা।'
তবে এজন্য খেলার ধরনে কোনো পরিবর্তন আনেননি সৌম্য, 'ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনি নি। মনোযোগ বাড়ানোর চেষ্টা করেছি। সোজা ব্যাটে ব্যাট করার চেষ্টা করেছি। উইকেটে অনেকটা সময় থাকার চেষ্টা করছি। আজ (গতকাল) রান পেয়েছি। চেষ্টা করেছি একটা বড় ইনিংস খেলার। তারপরও অনেক দ্রুত আউট হয়ে গিয়েছি, ২৪ ওভারের সময়। যদি থাকতে পারতাম তাহলে আরও বড় ইনিংস খেলতে পারতাম।'