প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ২২:০৪

কোচের মুখে আশার বাণী শুনলেন তাসকিন

অনলাইন ডেস্ক
কোচের মুখে আশার বাণী শুনলেন তাসকিন

স্বপ্নের বিশ্বকাপ খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। ইনজুরি থেকে সুস্থতার পথে থাকা এই তরুণ পেসার ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট না পেয়ে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের বিশ্বকাপ ক্যাম্পের প্রথম দিনে উপস্থিত ছিলেন তাসকিন। দলে না থাকলেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারছেন না ২০১৫ বিশ্বকাপে দেশের সফল এই বোলার। অনুশীলন শেষে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ তাকে আশার বাণীও শুনিয়েছেন।

সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, 'ওর তো নিউজিল্যান্ড সফরেই থাকার কথা ছিল। ওকে ম্যাচের জন্য ফিট করাই হবে আমার কাজ। আসলে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটাই গুরুত্বপূর্ণ। খেলতে খেলতেই সে এটা ফিরে পাবে। যত ম্যাচ সে খেলবে, ততই ওর ভালো। আয়ারল্যান্ডে ওকে পেলে তো ভালো হতো, কিন্তু দল নির্বাচন হয়ে গেছে। তাকে চেষ্টা করে যেতে হবে, ক্রিকেট খেলতে হবে। বল করে করে ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে। যেকোনো কিছুই হতে পারে। এখন সে বিশ্বকাপ দলে নেই, কেউ যদি চোটে পড়ে, তাকে ডাকা হতে পারে সবার আগে। তাকেও আমাদের তৈরি রাখতে হবে।'

তাসকিন অবশ্যই আশা করেন না যে সতীর্থদের কেউ চোটে পড়বেন। শুধু তাসকিন কেন, এটা কেউই আশা করে না। তবে বাস্তবতা কিন্তু চোটের আশংকার জানান দিচ্ছে। স্কোয়াডে থাকা পাঁচ বোলারের তিনজন শতভাগ ফিট নন। ওয়ালশকে তাই বিকল্প চিন্তাও করে রাখতে হচ্ছে, 'পাঁচ পেসারের মধ্যে তিনজনেরই চোট আছে- ফিজ, রুবেল আর সাইফউদ্দীন। সাইফউদ্দীনের তো টেনিস এলবো চোট। সবাইকে ফিট করতে কাজ চালিয়ে যাচ্ছি। তাছাড়া তাসকিন, খালেদ ও শফিউল তো আছেই। যখন প্রয়োজন হবে তাদের ডাকা যাবে।'

উপরে