শূন্য রানের রেকর্ড টার্নারের
টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচ ইনিংসে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি টার্নার। আইপিএলে সোমবার রাজস্থান রয়্যালসের হয়ে দিল্লি ক্যাপিটাসলের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন টার্নার। এ নিয়ে আইপিএলে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক মারলেন টার্নার।
আইপিএলের বাকি দুই ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও শূন্য রানে আউট হয়েছেন তিনি।
এর আগে বিগ ব্যাশে পার্থ স্কচার্সের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকারের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি। পরে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। আর সব মিলিয়ে মোট পাঁচ ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন টার্নার।
আইপিএলে এর আগেও টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ক্রিকেটার।
তারা হলেন গৌতম গম্ভীর, শার্দুল ঠাকুর, অশোক দিনদা, রাহুল শর্মা এর্ব পবন নেগি। আর টানা চার ম্যাচে ডাক মারা পাঁচজন খেলোয়াড় হলেন চন্দ্রশেখর গনপাতি, শেন শিলিংফোর্ড, টিম সাউদি, ম্যাথু হোগার্ড এবং লাসিথ মালিঙ্গা।