প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯ ১৪:৫৭

আবারও প্লে-অফে চেন্নাই

অনলাইন ডেস্ক
আবারও প্লে-অফে চেন্নাই
আবারও প্লে-অফে চেন্নাই। ছবি: সংগৃহীত

এ নিয়ে আইপিএলের দশ আসরে প্লে-অফ রাউন্ডে উঠল চেন্নাই সুপার কিংস। ২০০৮ থেকে শুরু হওয়া আইপিএলে অবশ্য মাঝখানে দুই মৌসুম নিষিদ্ধ ছিল ফ্র্যাঞ্চাইজিটি গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে নিজেদের আইপিএল স্বপ্ন জিইয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। এই জয়ে চেন্নাইয়েরও উপকার করেছে তারা। হায়দরাবাদ হেরে যাওয়ার ফলে নিশ্চিত হয়ে গেল আবারও আইপিএলের প্লে-অফে উঠছে চেন্নাই। চেন্নাই আইপিএলে খেলেছে, কিন্তু প্লে-অফে উঠতে পারেনি, এমনটা কখনো হয়নি। এমন অনন্য রেকর্ড আইপিএলের আর অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির নেই। বার বছর ধরে চলছে আইপিএল। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের যুগে এক নতুন দ্বার উন্মোচিত করেছে ভারতের এই টুর্নামেন্ট। এ টুর্নামেন্ট উত্থান-পতন দেখেছে অনেক। ডেকান চার্জার্স, পুনে ওয়ারিয়র্স, কোচি টাসকার্স কেরালা, গুজরাট লায়নস, রাইজিং পুনে সুপারজায়ান্টসের মতো দলগুলোর এখন আর কোনো অস্তিত্বই নেই। আগে আইপিএল মাতানো ব্রেন্ডান ম্যাককালাম, স্কট স্টাইরিস, ব্রেট লি, গৌতম গম্ভীররা এখন ডাগআউটে ধারাবিবরণী দেন। দুবার আইপিএলের শিরোপা জেতা কলকাতা নাইট রাইডার্স এখন টুর্নামেন্টের দুর্বলতম দল। এত কিছু পরিবর্তনের মধ্যে একটা জিনিস অপরিবর্তিত থেকে গেছে আইপিএলে। সেটি চেন্নাইয়ের দাপট। মাঝে দুই মৌসুম ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ হয়েছিল তারা। সে ঘটনা বাদ দিলে এ পর্যন্ত দশবার আইপিএলে খেলেছে চেন্নাই, প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে প্লে-অফে পৌঁছেছে প্রত্যেকবার। গতকাল রেকর্ড দশমবারের মতো প্লে-অফে উঠল তারা। যেভাবে খেলছে, আইপিএলে নিজেদের চতুর্থ শিরোপাটা হয়তো দৃষ্টিসীমার মধ্যেই দেখতে পাচ্ছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১২ ম্যাচ খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চেন্নাই। এক জয় কম নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস। দশ পয়েন্ট করে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। যদিও নেট রান রেটের হিসাবে সানরাইজার্স আছে সুবিধাজনক অবস্থানে। পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে চেন্নাইয়ের প্লে-অফে যাওয়া ছাড়া আর কোনো কিছুই নিশ্চিত নয় এখনো!

উপরে