বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে ব্যাটিংয়ে এইচপি

আগেই জানা, অনুশীলনরত বাংলা টাইগার্স ও হাই পারফরম্যান্স ইউনিটের মধ্যে চারদিনের ম্যাচ হবে রাজশাহীতে। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে খেলা শুরুও হয়ে গেছে। আকবর আলীর হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ টাইগার্স অধিনায়ক জাকির হাসান।
ম্যাচের স্কোরার সোহেল রানা জানিয়েছেন, তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন এইচপির হয়ে ব্যাট হাতে ইনিংসের সূচনা করেছেন। বাংলাদেশ টাইগার্সের পক্ষে বোলিংয়ের সূচনা করেছেন আবু জায়েদ রাহি।
তরুণ জাকির হাসান নেতৃত্ব দিলেও বাংলা টাইগার্সের পক্ষে ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাইম ইসলাম, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনির মত জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও আছেন।
অন্যদিকে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশের অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে এইচপিতে তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহাদাত হোসেন দিপু এবং পরের যুব বিশ্বকাপ খেলা আইচ মোল্লা, রিপন মন্ডলসহ আছেন একঝাঁক তরুণ প্রতিভাবান ক্রিকেটার।
বাংলাদেশ টাইগার্স: জাকির হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাইম ইসলাম, নাইম শেখ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), নাইম হাসান, হাসান মাহমুদ, আবু জায়েদ রাহি, তানভির ইসলাম, আবু হায়দার রনি ও মোহাম্মদ হালিম।
এইচপি: আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ তামিম, মাহফিজুল ইসলাম রবিন, অমিত হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, আইচ মোল্লা, তৌহিদ হৃদয়, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, মুশফিক হাসান ও হাসান মুরাদ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন