প্রকাশিত : ৫ আগস্ট, ২০২২ ১৪:৪২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতায় ওয়ানডেতেও প্রথম ম্যাচে টস হারলো বাংলাদেশ দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের আমন্ত্রণে টস হেরে আগে ব্যাট করতে নামবে তামিম ইকবালের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর কোনো ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ দল। এসময়ের মধ্যে খেলা পাঁচ সিরিজের সবকয়টিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা, জিতেছে টানা ১৯টি ম্যাচ।

তাই স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমা থাকছে বাংলাদেশের গায়ে। তবে টি-টোয়েন্টি সিরিজে হারায় ওয়ানডেতে সতর্ক-সাবধানী থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক তামিম।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে