প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২২ ১০:০০

সুপার টুয়েলভে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক
সুপার টুয়েলভে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই সুপার টুয়েলভে জায়গা পেল শ্রীলঙ্কা। ম্যাচ হেরেও দ্বিতীয় দল হিসেবে লঙ্কানদের সঙ্গি হলো ডাচরা। গতকাল ভিক্টোরিয়ার জিলংয়ে ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কা ১৬ রানে হারায় নেদারল্যান্ডসকে। ম্যাচ জিতে ৩ খেলায় দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ নেদারল্যান্ডস।
কাল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রান তুলতে নির্ধারিত ওভার শেষ করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে সাবধানে খেলতে থাকেন লঙ্কান দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা পাওয়ার প্লে’তে বিনা উইকেটে তুলেন ৩৬ রান। সপ্তম ওভারে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙ্গেন ডাচ পেসার পল ভ্যান মিকেরেন। ২১ বলে ১৪ রান করা নিশাঙ্কাকে বোল্ড করেন তিনি। নিশাঙ্কাকে আউটের পরের বলেই তিন নম্বরে নামা ধনাঞ্জয়া ডি সিলভাকে খালি হাতে বিদায় দেন মিকেরেন।
৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। তৃতীয় উইকেটে শ্রীলঙ্কার স্কোর বোর্ড সচল রাখেন কুশল মেন্ডিস ও চারিথা আসালঙ্কা। দ্রæত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে দলকে চাপমুক্ত করেন তারা। ৪৫ বলে ৬০ রানে জুটি গড়েন মেন্ডিস ও আসালঙ্কা। ১৫তম ওভারের প্রথম বলে আসালঙ্কার বিদায়ে ভাঙ্গে এই জুটি। বাস ডি লিডের বলে আউট হয়ে ব্যক্তিগত ৩১ রানে ফিরে যান আসালঙ্কা। ৩০ বল খেলে ৩টি চার মারেন তিনি। আসালঙ্কা আউট হওয়ার ওভারেই ৩৩ বলে ক্যারিয়ারের নবম হাফসেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। আসালঙ্কার বিদায়ে মেন্ডিসকে সঙ্গ দিতে উইকেটে এসেই মারমুখী হয়ে উঠেন পাঁচ নম্বরে নামা ভানুকা রাজাপাকসে। ২ চারের মারে ইনিংস শুরু করে ১৩ বলে ১৯ রান তুলে থামেন তিনি। মেন্ডিসের সঙ্গে ১৯ বলে ৩৪ রানের জুটি গড়েন রাজাপাকসে।
রাজাপাকসে ফিরে যাওয়ার পর চার বলের ব্যবধানে ৩টি ছক্কা মারেন মেন্ডিস ও অধিনায়ক দাসুন শানাকা। এক ছক্কায় ৫ বলে ৮ রান করেন শানাকা। তবে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়ে ১৯.২ ওভারে বিদায় নেন মেন্ডিস। যাওয়ার আগে পাঁচটি করে চার ও ছয়ের মারে ৪৪ বলে ক্যারিয়ার সেরা ৭৯ রান করেন কুশল মেন্ডিস। নেদারল্যান্ডসের মিকেরেন ও লিডে যথাক্রমে ২৫ ও ৩১ রানে পান ২টি করে উইকেট। সুপার টুয়েলভে উঠতে লক্ষ্য তাড়া করতে নেমে ডাচরা ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলে। ব্যাটিংয়ে নেমে পাওয়া প্লে-তে ৪০ রান করলেও ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। মিডলঅর্ডারের দুই ব্যাটার টম কুপারকে নিয়ে ২৫ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে ১৮ বলে ২৮ রান তুলেন ওপেনার ম্যাক্স ও’দাউদ। তাতে ১৪তম ওভারেই ১০০ রান পেয়ে যায় নেদারল্যান্ডস। এমন অবস্থায় জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে ৬১ রান দরকার পড়ে ডাচদের। ক্রিজে সেট ব্যাটার ও’দাউদ থাকায় জয়ের আশা করছিল তারা। কিন্তু সাত নম্বর থেকে শেষ ব্যাটার পর্যন্ত কেউই ও’দাউদকে সঙ্গ দিতে পারেনি। ফলে একা লড়াই করেও দলের হার এড়াতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন ও’দাউদ। লঙ্কান স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা ২৮ রানে ৩ উইকেট পান। ম্যাচ সেরা নির্বাচিত হন কুশল মেন্ডিস।
এদিন একই ভেন্যুতে এই গ্রæপের আরেক ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আরব আমিরাত ২০ ওভারে ১৪৮ রান তুলতে ৩ উইকেট হারায়। জবাবে নামিবিয়া ৮ উইকেটে ১৪১ রান তুলে নির্ধারিত ওভার শেষ করে। ম্যাচ জিতে নামিবিয়াকে সঙ্গে নিয়েই বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো সংযুক্ত আরব আমিরাত। তিন ম্যাচে ২ পয়েন্ট করে পেয়েছে দু’দলই।

আজকের খেলা
আয়ারল্যান্ড-উইন্ডিজ, সকাল ১০টা
স্কটল্যান্ড-জিম্বাবুয়ে, দুপুর ২টা

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে