প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১৬

ওপেনিংয়ে চমক, উড়ন্ত সূচনা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
ওপেনিংয়ে চমক, উড়ন্ত সূচনা বাংলাদেশের

বাঁচামরার ম্যাচ। আজ হারলেই এশিয়া কাপ শেষ হয়ে যাবে বাংলাদেশের। এমন কঠিন সমীকরণ মাথায় নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।

লাহোরে টসভাগ্য সহায় হয়েছে সাকিব আল হাসানের। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ওপেনিংয়ে চমক। নাইম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমেছেন মেহেদি হাসান মিরাজ। নাইম আজ বেশ চালিয়ে খেলছেন, এখন পর্যন্ত তাকে ভালো সঙ্গ দিয়ে যাচ্ছেন মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪৭ রান। নাইম ২২ বলে ২২ আর মিরাজ ২০ বলে ১৫ রানে অপরাজিত আছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে