প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ ১৪:১০

বগুড়ার আকাশ ও তৌফিক অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট ক্যাম্পে ডাক পেলেন

খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়ার আকাশ ও তৌফিক অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট ক্যাম্পে ডাক পেলেন
বাম থেকে - আকাশ রায় ও শামস তৌফিক। ছবি - বিজ্ঞপ্তির

চলতি মৌসুমে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়া বগুড়া জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল থেকে দুই উদীয়মান প্রতিভাবান ক্রিকেটার আকাশ রায় ও শামস তৌফিক পেয়েছেন অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ।

উদ্বোধনী ব্যাটসম্যান আকাশ রায় এবং লেগ স্পিন অলরাউন্ডার শামস তৌফিক আগামী ১২ জুলাই থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্যাম্পে যোগ দেবেন। ৩১ জুলাই পর্যন্ত চলবে এই উন্নয়ন ক্যাম্প।

এর আগে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্যাম্পেও বগুড়ার একাধিক কিশোর ক্রিকেটার ডাক পেয়েছিল। ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্যাম্পে বগুড়ার ক্রিকেটারদের উপস্থিতি স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য অর্জন।

বগুড়ার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক হোসনা আফরোজা, সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল, এবং সদস্য সচিব মোস্তফা মোঘল দুই কিশোর ক্রিকেটারকে আন্তরিক অভিনন্দন জানান।

তারা আশা প্রকাশ করেন,

“আকাশ রায় ও শামস তৌফিকের মতো প্রতিভাবান তরুণদের সঠিক প্রশিক্ষণ ও তত্ত্বাবধানের মাধ্যমে একদিন জাতীয় দলে জায়গা করে নেওয়া সম্ভব। তাদের এই সাফল্য ভবিষ্যত প্রজন্মকে আরও উৎসাহিত করবে।”

এছাড়া বগুড়ার ক্রীড়া সংশ্লিষ্ট মহল মনে করছে, যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে অদূর ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে উত্তরবঙ্গের ক্রিকেটাররা।

উপরে