তামিমের শতকে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশের যুবারা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অনবদ্য শতকে রাজশাহীতে শেষ ওয়ানডে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের যুবারা।
রোববার (৯ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে পরাজিত করে।
টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে। আগের দুই ম্যাচে টানা শতক হাঁকানো ফয়সাল খান এদিন সুবিধা করতে পারেননি। তিনি মাত্র তিন রানে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। ওসমান সাদাত করেন ৬৮ রান। অধিনায়ক মাহবুব খান করেন ৪০ রান। ৩২ রান করেন উজাইরুল্লাহ। বাংলাদেশের সামিউল বশির রাতুল ৩৩ রানে ২ উইকেট দখল করেন। ফয়সাল খানের উইকেটটি তিনিই দখল করেন।
জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিমের অনবদ্য শতকে বাংলাদেশ ৪৫.৫ ওভারে ৮ উইকেটে ২১১ রান করে। তামিম ১১৮ বল খেলে তিনটি ছক্কা ও সাতটি বাউন্ডারির সাহায্যে করেন ১০০ রান।
আফগানিস্তানের ওয়াহিদুল্লাহ জর্ডান ২৫ রানে ৪ উইকেট দখল করেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের অধিনায়ক তামিম।
পাঁচ ম্যাচ সিরিজে বগুড়ায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়। ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
বগুড়ায় পরাজিত হওয়া আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের যুবারা ঘুরে দাঁড়ায় রাজশাহীতে। এখানে তৃতীয় ও চতুর্থ ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। শেষ ওয়ানডতে আফগানিস্তানের যেমন সুযোগ ছিল সিরিজ জয়ের তেমনি বাংলাদেশের সুযোগ ছিল সিরিজে সমতা ফেরানোর। বাংলাদেশ শেষ ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা ফেরালো।
