প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ ২৩:৪৮

নিজেদের মাঠে চার দিনের ম্যাচ তিন দিনেই হারলো রাজশাহী

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
নিজেদের মাঠে চার দিনের ম্যাচ তিন দিনেই হারলো রাজশাহী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) রংপুরের বোলারদের বিধ্বংসী বোলিংয়ে নিজ মাঠে চার দিনের  ম্যাচ তিন দিনেই হেরেছে রাজশাহী।

সোমবার  রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিভাগ তাদের দ্বিতীয় ইনিংসে রংপুর বিভাগের বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১৯ রানেই অলআউট হয়। দলের সাব্বির হোসেন ৩৩ ও নাঈম আহমেদ ৩২ রান করেন। রংপুর বিভাগের মেহেদী হাসান ২৬ রানে ৪ উইকেট দখল করেন। মুকিদুল ইসলাম মুগ্ধ ২৯ রানে ও রবিউল হক ৪৬ রানে ৩ টি করে উইকেট নেন। রাজশাহী প্রথম ইনিংসে ২৬৮ রান সংগ্রহ করেছিল। রংপুর প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ২৫৮ রান।

জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ৫ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে ম্যাচের একদিন বাকী  থাকতেই  ৫ উইকেটে জয়লাভ করে। রংপুরের নাসির হোসেন ৫২ রানে অপরাজিত থাকেন। তানবির হায়দার করেন ২৮ রান।

রাজশাহীর আব্দুর রাহিম ৪০ রানে ও শফিকুল ইসলাম ৪৭ রানে ২ টি করে  উইকেট দখল করেন। রংপুরের মুকিদুল ইসলাম  মুগ্ধ প্রথম ইনিংসে ৫ টি ও দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট দখল করায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।  ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত পুরস্কার তুলে দেন।   

উপরে