প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:৪৬
রাজশাহীতে এনসিএলে বরিশালের সংগ্রহ ৯ উইকেটে ২৬৯ রান
মোঃ ফয়সাল আলম, রাজশাহী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগে [এনসিএল] সিলেট বিভাগের বিরুদ্ধে ৯ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করেছে বরিশাল বিভাগ।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শনিবার [৬ ডিসেম্বর] চারদিনের ম্যাচের প্রথম দিনে বরিশাল বিভাগ টসে জিত প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে। বরিশালের ইফতেখার হোসেন ৬৩, হাফিজুর রহমান ৫৮ ও মইনুল ইসলাম ৩৯ রান সংগ্রহ করেন।
সিলেট বিভাগের মহিউদ্দিন তারেক ৩৪ রানে ৩ টি ও আবু জাইদ রাহি ৪৬ রানে ২ টি উইকেট দখল করেন। আজ ম্যাচের দ্বিতীয় দিন।
