প্রকাশিত : ৫ মে, ২০১৯ ২২:৪৬

বগুড়ার নন্দীগ্রামে অসহায় রেহেনার পরিবারকে উৎখাতের ষড়যন্ত্র

ষ্টাফ রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে অসহায় রেহেনার পরিবারকে উৎখাতের ষড়যন্ত্র
নন্দীগ্রামের মাজগ্রাম দক্ষিণ পাড়ার এক ভ্যান চালকের পরিবারকে নিজ বসত বাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্র।ছবি: চাঁদনী বাজার

বগুড়ার নন্দীগ্রামের মাজগ্রাম দক্ষিণ পাড়ার এক ভ্যান চালকের পরিবারকে নিজ বসত বাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্র হিসেবে বাড়ির সকল প্রকার পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে পরিবারটির ব্যবহৃত পানি আঙ্গিনায় জমে এক দূর্বিসহ পরিবেশের সৃষ্টি হয়েছে। আঙ্গিনায় পানি জমে থাকায় গৃহপালিত পশুপাখি, ছেলে মেয়েদের সুস্থ জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়াও বাড়ি না ছাড়লে জীবন নাশের হুমকি দিয়েছে বলে মৌখিক অভিযোগ করা হয়েছে। নন্দীগ্রাম ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের কাছে এক লিখিত অভিযোগে জানা যায়, মোছাঃ রেহেনা বিবি ও তার স্বামী ঐ গ্রামের মোঃ বুলু প্রাং এর নিকট থেকে বাড়ি ক্রয় করে বসবাস করে আসছে। বর্তমানে বুলু প্রাং এর তিন ছেলে মোঃ মেহেদী হাসান , মোঃ সাইফুল ইসলাম, ও মোঃ জিয়াউর রহমান জিয়া বাড়িটি পানির দামে বিক্রির জন্য বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। কম দামে বাড়িটি না দেয়ায় বুলু প্রাং –এর তিন ছেলে ঐ বাড়ির পানি নিষ্কাশনের সকল পথ বন্ধ করে দেয়। এমনকি চলাচলের সকল পথ ক্রমেই সংকৃণ করে ফেলেছে। মাটির নীচ দিয়ে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল তা বর্তমানে বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে গ্রামে শালিশ দরবার করেও কোন লাভ হয়নি। শালিশে যাই হোক তারা তা মানে না। গ্রামের মেম্বার এই অপকর্মের হোতা হাসান, সাইফুল, ও জিয়ার পক্ষে কাজ করছে। এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল মতিন কোন সমাধান আনতে পারেনি। ফলে প্রায়ই ঐ তিন ভাই তাদের পিতার জমি নাম মাত্র মূল্যে বিক্রির জন্য চাপ দেয়। মাঝে মধ্যেই তারা বিভিন্ন ভাবে জীবন নাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ দিকে রেহেনা বিবি জানিয়েছে তারা বাড়িটি বিক্রি করতে চায় কিন্তু তারা ঐ এলাকার জমির মূল্যের কয়েকগুণ কমদাম দিবে বলে জানিয়েছে। বাড়ি বিক্রি করে আর একটি বাড়ি কিনতে না পারলে তাদের ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। এমন দুর্বিসহ জীবন থেকে এবং তাদের বাড়ি রক্ষার জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছে রেহেনা বিবি ও তার স্বামী।

উপরে