আদমদীঘিতে ডাকাতি প্রস্ততিকালে গ্রেফতার-৩ মোটরসাইকেল ও চাকু উদ্ধার
বগুড়ার আদমদীঘি উপজেলায় ডাকাতি করার প্রস্ততি কালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি বর্মিজ চাকু উদ্ধার করে। গত শুক্রবার দিবাগত রাত ৩টায় আদমদীঘি বাসস্ট্যান্ডের উত্তরে নির্জন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর সদরের সিপি রোড এলাকার আব্দুল জোব্বারের ছেলে জাকারিয়া হোসেন জুয়েল (৩৮), একই উপজেলার পালপাড়ার মাহাবুল ইসলামের ছেলে শাকিল ইসলাম (২০) ও ধরন্দা ফকিরপাড়ার গিয়াস উদ্দিন শেখের ছেলে অন্তর ওরফে রাজা শেখ (২২)। এ ঘটনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত গভীর রাতে ৮ থেকে ৯ জনের একদল দৃর্বৃত্ত আদমদীঘি উপজেলার কোন স্থানে ডাকাতি করতে প্রস্ততি গ্রহন করছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ ফোর্সসহ উপজেলার সদর বাসস্ট্যান্ডের উত্তরে জনৈক শাহ আলমের চা-স্টলের পিছনে নির্জন জায়গা হানা দিয়ে তাদের ঘেরাও করা হয়। পুলিশের আগমন টের পেয়ে অপর কয়েক জন ডাকাত পালিয়ে যায়। এবং ঘটনাস্থল থেকে উল্লেখিত তিনজনকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি নম্বর বিহীন ইয়ামাহা এফ.জেড,এস মোটরসাইকেল, ৮ইঞ্চি লম্বা দুইটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।