প্রকাশিত : ১৮ জুন, ২০১৯ ০১:১১

পলাশবাড়ীতে শিক্ষকের যৌন লালসার শিকার যুবতি বিয়ের দাবিতে শিক্ষকের বাড়ীতে অনশন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
পলাশবাড়ীতে শিক্ষকের যৌন লালসার শিকার যুবতি বিয়ের দাবিতে শিক্ষকের বাড়ীতে অনশন

গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষকের যৌন লালসার শিকার সানজিদা আকতার (১৯) নামের এক যুবতি। ঘটনাটিঘটেছে উপজেলা মহদীপুর ইউপি’র জালাগাড়ী দুর্গাপুর গ্রামে।লালসার স্বীকার যুবতি জানান, উপজেলার কয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা অবস্থায় বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ীর যুবতি কন্যার সাথে প্রেম নীলায় মেতে ওঠে।

এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে লম্পট শিক্ষক আনিছুর একাধিক বার ওই যুবতির সাথে দৈহিক মেলামেশায় লিপ্ত হয়। ওই যুবতি শিক্ষককে বিয়ের চাপ দিলে শিক্ষক আনিছুর কৌশলে কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি নেয়। এদিকে ওই যুবতি শিক্ষক আনিছুরকে বিয়ের চাপ দিলে আনিছুর তালবাহানা শুরু করে।এরই ধারাবাহিকতায় ওই যুবতি ১৬ জুন বিকেলে লম্পট শিক্ষক আনিছুর রহমানের বাড়ীতে বিয়ের দাবিতে অনশন করেন। ওই যুবতির উপস্থিতি টের পেয়ে শিক্ষক কৌশলে পালিয়ে যায়।

ওই যুবতির পরিবার জানায়, এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করতে রাজি হয়নি।এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ জানান অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরে