প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ১৫:৫৫

পাবনার সুজানগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য নিহত অস্ত্র ও গুলি উদ্ধার

পাবনা প্রতিনিধি :
পাবনার সুজানগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য নিহত  অস্ত্র ও গুলি উদ্ধার

পাবনার সুজানগরের হাশামপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্ত:জেলা ডাকাতদলের সদস্য সাইফুল ইসলাম ওরফে গ্যাদা লাল (৩০) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি শার্টারগান, ২ রাউন্ডগুলি, ধারালো রাম দা, কিরিচ ও চাপাতি উদ্ধার করা হয়। বুধবার ভোররাতের দিকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সে মারা যায়।

নিহত গ্যাদা লাল সুজানগর থানার নাজিরগঞ্জ ইউনিয়নের নরসিংপুর গ্রামের হাবিবর রহমান মোল্লার ছেলে ও আন্ত:জেলা ডাকাতদলের অন্যতম সদস্য।
সুজানগর থানার ওসি তদন্ত অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় গ্যাদা লালকে গ্রেফতারের পর পুলিশ তার স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে হাশামপুর ঈদগাহ মাঠের কাছে অস্ত্র উদ্ধারের জন্য যায়। এসময় তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

আত্মরক্ষার্তে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পালাতে গিয়ে বুকে গুলি লেগে গ্যাদা লাল ঘটনাস্থলেই মারা যায়। নিহত গ্যাদা লাল মানিকগঞ্জের জুয়েলারী দোকানে স্বর্ণালংকার ডাকাতি মামলার অন্যতম আসামী। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, খুন, ছিনতাই, বিস্ফোরক, চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

উপরে