প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯ ০৩:০০

সুন্দরগঞ্জে একই মাদ্রাসায় ভুয়া নিবন্ধনে ৩ শিক্ষকের চাকুরী

ক্বারী মো: আবু জায়েদ খাাঁন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জে একই মাদ্রাসায় ভুয়া নিবন্ধনে ৩ শিক্ষকের চাকুরী

গাইবান্ধার সুন্দগঞ্জ উপজেলার ভুরারঘাট এম. ইউ বহুমূখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ৩ শিক্ষক ভুয়া নিবন্ধনে চাকুরী করে বেতন-ভাতা উত্তোলন করে আসছে। এন টি আর সি এ কর্তৃক চিঠি মোতাবেক জানা গেছে, মাদ্রাসার ১। সহকারি শিক্ষক আতিকুর রহমান (সমাজ বিজ্ঞান), যার রোল নং-৪০৮১০২০০ রেঃজি নং- ৯০০৫৫৪৭০, পাশের সন-২০০৯, সনদের রোলটি অন্য ব্যাক্তির ২। সহকারি শিক্ষক নাজমা বেগম (সমাজ বিজ্ঞান) রোল-৪০৮১০২৮৮ রেঃজি নং-৯০০০৫৪৩৯ পাশের সন-২০০৯, সনদের রোলটি অন্য ব্যাক্তির এবং অকৃতকার্য ৩। সহকারী মৌলবী মোবাস্বেরা মাহামুদা, রোল নং-৪০০০০২৪৪, রেঃজি নং-৮০০৯৯৩৯, পাশের সন-২০০৮, রোলটি ২০০৮ সালের উত্তীর্ণ ফলাফলের তালিকায় নাই।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ থানায় গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এন টি আর সি থেকে চিঠি প্রদান করেন, মোস্তাক আহমেদ, সহকারী পরিচালক ( প.মু.প্র) এনটিআরসিএ, ঢাকা। স্মারক নং- বেশিনিক/প.মু.প/সনদ যাচাই/৭৪৪ (অংশ-১৬)/২০১৭/৫৯২, তাং-২৯/১০/২০১৮ ইং। নিবন্ধন সনদ যাচাই গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন চিঠি প্রদান করেন, স্মারক নং- জেশিঅ/গা২০১৯/৩৫৫, তাং-১৬/০৪/২০১৯ ইং। প্রতিষ্ঠান প্রধান আজিজার মৌলবী সাথে কথা হলে তিনি বলেন সময়ের ব্যস্ততার জন্য আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারি নাই। থানার ওসি এসএম আব্দুস সোবহানের সাথে কথা হলে এ বিষয়ে কোন ব্যক্তি থানায় আসেনি।

উপরে