প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯ ১৮:০৭

স্পর্শীয়ার স্বপ্নের ছবি ‘কাঠবিড়ালী’

অনলাইন ডেস্ক
স্পর্শীয়ার স্বপ্নের ছবি ‘কাঠবিড়ালী’
‘কাঠবিড়ালী’ ছবির একটি দৃশ্যে স্পর্শীয়া ও আবীর। ছবি : সংগৃহীত

নাটক কিংবা মিউজিক ভিডিও কোনটাতেই অনেক দিন অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়াকে দেখে না দর্শক। তবে মিডিয়াকে ‘বিদায়’ বলেননি এই অভিনেত্রী বরং নিজেকে নতুনভাবে হাজির করতে চাচ্ছেন তিনি।

তবে সেটা বড়পর্দায়। বেশকিছু চলচ্চিত্রের কাজ এরইমধ্যে শেষ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’। ছবির ডাবিংয়ের কাজ নিয়ে এখন ব্যস্ত পরিচালক ও কলাকুশলীরা।  প্রতি শুক্রবার ছবির অফিশিয়াল ফেসবুক পেজে এর প্রচারণা চালানোর সিদ্ধান্তও নিয়েছেন নির্মাতা।

নিয়ামুল মুক্তা বলেন, ‘দুই বছর আগে শুটিং শুরু করেছিলাম। এখন ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি দেব।’

‘কাঠবিড়ালী’ নিয়ে উচ্ছ্বসিত স্পর্শীয়াও। বললেন, ‘বেশি কিছু বলতে চাই না। শুধু বলতে চাই এটা আমার স্বপ্নের সিনেমা। আমি নিজেও এই ছবির মুক্তির অপেক্ষায় প্রহর গুনছি।’

স্পর্শীয়ার বিপরীতে এতে অভিনয় করেছেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীর।

পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে পুরো ছবিটির শুটিং হয়েছে। এর চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ,  চিত্রগ্রাহক ছিলেন আদিত্য মনির। গল্পের প্রয়োজনে পাবনায় এর দৃশ্যধারণ করা হয়েছে বলে জানান মুক্তা। বলেন, ‘ছবির প্রাণ স্পর্শীয়া। গল্পের  শৈল্পিকতায় মুগ্ধ হবে দর্শক। এটাই আমার বিশ্বাস।’

নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’তে আরো অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমান প্রমুখ।

উপরে